Productivity

নেতা হবে সফল

the-leader-will-succeed

যারা নিজের ক্যারিয়ারকে লাইনচ্যূত হওয়া থেকে রক্ষা করতে চান তাদের জন্যে নীচে উল্লেখিত কাজগুলো করা অত্যন্ত জরুরি।

“নিজের ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া জানা” কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্সের ব্যাপারে তিক্ত সত্য জানার চেষ্টা করুন, যেনো আপনি খুব সহজেই নিজের দুর্বলতা গুলো শনাক্ত করতে পারেন। মানুষকে শুধুমাত্র আপনার প্রশংসা করতে দিবেন না। তাদেরকে বলুন যে আপনি নিজের সমালোচনা শুনতে আগ্রহী যেনো আপনি ভুলগুলো শুধরে নিজেকে পরের ধাপে উন্নীত করতে পারেন।

“মতামত খুঁজুন” কালেভদ্রে নিজের সমালোচনা শুনলে আপনার বহু বছরের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আপনার বিশ্বস্তদের মধ্য থেকে অন্তত একজনকে (আদর্শিক হলো; আরো কয়েকজনকে) নিয়মিত আপনার সমালোচনা করতে বলুন।

“প্রয়োজনে পরামর্শদাতা নিয়োগ করুন” নিজের উন্নতির জন্যে শুধুমাত্র আপনার বসের উপরে ভরসা করবেন না। কেনোনা আপনি আপনার জীবদ্দশায় অনেক বসের আন্ডারে কাজ করবেন। এমন কাউকে সন্ধান করুন যিনি আপনাকে শুধুমাত্র সমর্থন নয়, সাথে সাথে চ্যালেঞ্জও দিতে পারেন – কারণ চ্যালেঞ্জ ছাড়া সমর্থন শুধুই পরামর্শ, যা আদতে খুব কমই আমাদের সত্তাকে উদ্বেলিত করে আরো ভালো কিছু করার জন্যে।

“আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন” আপনি যা করতে চান তা শুধু আপনার মাথার মধ্যেই সাজিয়ে রাখবেন না। এর সাথে সাথে কোথাও তা লিখে ফেলুন। তারপরে সেই লিখিত তালিকাটি এমন কাউকে শেয়ার করুন যাকে আপনি আপনার চেয়ে সফল মনে করেন। এই পন্থা অবলম্বন করার ফলে আপনি আপনার পরিকল্পনায় কোনো ভুল থাকলেও তার ব্যাপারে ভবিষ্যতে এমন কারো সামনে বিব্রত হবেন না, যাকে আপনি আপনার চেয়ে ভালো মনে করে থাকেন।