PGDLSCM Alumni shared their experiences
I've been a Pharmacist at UNHCR's Cox's Bazar warehouse under GK since 2019. I enroled in ABP’s PGD-LSCM course, thanks to a relative’s recommendation. The LSCM course at ABP has significantly improved my skills as a healthcare supply professional, making me a better “Supply Hero.”
Sultan Mahmud
Batch:25
স্পেসিফিক কোনো এরিয়ায় এক্সপার্টাইজ না থাকা মানে অনেকটা শার্টের সবকিছুই টিপটপ কিন্ত শার্টের বাটন নেই, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের রিয়েল টাইম এক্সাম্পল আমার ক্যারিয়ারে অনেক বোল্ড ডিসিশন নিতে সাহায্য করে। আমি মনে করি সিভিতে প্রফেশনাল ডিগ্রি একটা এডেড এডভান্টেজ দিয়ে থাকে। এবিপির আপ-টু-ডেট কোর্স কন্টেন্ট আমাকে মার্কেটের অনেক টুলস এডাপ্ট করতে সাহায্য করেছে যা আমার ক্যারিয়ারে অনেক ইম্প্যাক্ট রেখেছে।
Jahid Hossain
Batch: 04
এবিপির কোর্স আমাকে প্রফেশনালি গ্রোথের জন্য সবচেয়ে বেশি অবদান রাখছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (পিজিডি) তে জয়েন করার পরে যা শিখেছি তা যখন রিয়েল লাইফ সিনারিওর সাথে মিলে যাচ্ছিলো এবং আমি সেটা ইমপ্লিমেন্টও করতে পারছিলাম তখন আমার মনে হয়েছে ‘সামথিং ইজ ডিফারেন্ট’। মেডিকেল প্রফেশন থেকে জেনারেল সাপ্লাই চেইনে রোল রাখা আমার জন্য জটিল ছিলো। ওভারল এটা আমাকে প্রফেশনালি ডেভেলপ করেছে, ইথিক্যালিও ডেভেলপ করেছে।
Shuvo Kumar Biswas
Batch: 25