প্রজেক্ট ম্যানেজমেন্ট এ ক্যারিয়ার | ABP
logo

ABP

Populate the sidearea with useful widgets. It’s simple to add images, categories, latest post, social media icon links, tag clouds, and more.
hello@youremail.com
+1234567890
ABP - Academy of Business Professionals

হাই ডিমান্ডিং জবগুলোর জন্যে নিজেকে যোগ্য করে তুলতে হলে আপনাকে অবশ্যই প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে।
অফলাইনে প্রজেক্ট ম্যানেজ করা আর অনলাইনে ম্যানেজ করা এক কথা নয়। যেহেতু বর্তমানে প্রায় সকল কোম্পানি রিমোট ওয়ার্কিং কে গুরুত্ব দিচ্ছে সুতরাং আপনাকেও অনলাইন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিতে হবে। অনলাইনের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে পরিষ্কার একটি ধারণা নিয়ে নেয়াই হবে আপনার জন্যে বুদ্ধিমানের মতো কাজ।

ভাল হয় বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল গুলো যেমন Asana, Wrike, Jira, Notion সম্পর্কে প্র‍্যাক্টিক্যাল ধারণা নিন এবং সিভিতে উল্লেখ করুন, যা আপনার সিভিকে করে তুলবে ভারী এবং নিঃসন্দেহে আপনাকে রাখবে সবার থেকে একধাপ এগিয়ে।

একজন প্রজেক্ট ম্যানেজার একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রজেক্ট সম্পন্ন করার মাধ্যমে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা পরিবর্তন করতে পারেন এবং প্রতিষ্ঠানের উন্নতি সাধন করতে পারেন। যেমন- প্রতিষ্ঠানে নতুন কোনো ডিপার্টমেন্ট চালু করা, কোনো নতুন পণ্য উৎপাদনের ব্যবস্থা করা, নতুন কোনো সেবাদানের ব্যবস্থা করা ইত্যাদি।

কার্যকরী প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সুবিধা লাভ করে থাকে। যেমন–

an image of idea

১) কাজে সফলতার হার বাড়ে।
২) ব্যবসয়িক উদ্দেশ্য অর্জন করা যায়।
৩) যেকোনো ধরনের সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেয়া যায়।
৪) ব্যবসায়ের ঝুঁকি অনেকাংশে কমানো যায়।
৫) ঝুঁকি সম্পর্কে পূর্বানুমান করা এবং ঝুঁকি স্থানান্তর অথবা কমানোর ব্যবস্থা নেয়া যায়।
৬) সঠিক সময়ে সঠিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করা যায়।
৭) যেকোনো সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া যায়।
৮)প্রজেক্টের সফলতা ও ব্যর্থতা পূর্বানুমান করা যায়।
৯) প্রজেক্টের ব্যর্থতা রোধে ব্যবস্থা নেয়া যায় অথবা প্রজেক্ট বন্ধ করা যায়।
১০) স্ট্যাকহোল্ডারদের (প্রজেক্টের মাধ্যমে প্রভাবিত ব্যক্তিবর্গ) সন্তুষ্টি অর্জন করা যায়।

প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিল্ডে আপনার ক্যারিয়ার একই সাথে চ্যালেঞ্জিং এবং সাকসেস্ফুল উভয়ই হতে পারে। এটির জন্য প্রজেক্ট প্ল্যানিং, বাজেট, লিডারশিপ এবং কমিউনিকেশন সহ স্কিল এবং নলেজের একটি অনন্য কম্বিনেশন গড়ে তোলা প্রয়োজন। সঠিক ট্রেনিং এবং এক্সপেরিয়েন্সের ব্লেন্ড নিয়ে আপনি এই ফিল্ডে পারদর্শী হতে পারেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রজেক্টগুলোর প্রজেক্ট ম্যানেজার হিসেবে একটি সফল ক্যারিয়ার তৈরি করতে পারেন।

Topic           Productivity           HR

More Related Blog