Hot Coal Networking
অনেক চেষ্টা করেও নিজেকে পরিবর্তন করতে পারছেন না?
আপনার আশেপাশের মানুষগুলোর কথা একবার চিন্তা করুন তো,যাদের সাথে আপনি দিনের সবচেয়ে বেশী সময় পার করেন।নিজেকে ৫-১০ বছর পরে যে স্থানে দেখতে চান তাদের মধ্যে কেও কি এখন সেই অবস্থানে আছে? অথবা তারা কি আপনার মত একই ড্রিম শেয়ার করে?
সাবকনশাসলি আশেপাশের এই মানুষগুলোর ওপরই কিন্তু আমাদের জীবনযাপন এবং ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে।
একটি ঠান্ডা কয়লার টুকরাকে ৪-৫ টি জ্বলন্ত কয়লার মাঝখানে রাখলে কি হবে?
কিছুক্ষণ পর সেই ঠান্ডা কয়লাটি বাকি কয়লাগুলোর মতই জ্বলতে থাকবে।
ঠিক একইভাবে ঐ জ্বলন্ত কয়লার চারপাশে ঠান্ডা কয়লা রেখে দেখুন তো। টুকরাটি বাকি কয়লাগুলোর মতই ঠান্ডা হয়ে যাবে।
বাস্তবজীবনে আমরা এই কয়লার টুকরাটির মতই। আপনার চারপাশের মানুষ যদি বই পড়তে পছন্দ না করে, আপনার বই পড়ার অভ্যাস গড়ে উঠবে না, তারা যদি একশন টেকার না হয়, খুবই স্বাভাবিক যে আপনিও একশন টেকার হবেন না। অপরদিকে তারা যদি স্কিল্ড হয়, ক্যারিয়ার নিয়ে ফোকাসড হয়-সম্ভাবনা খুবই বেশী যে আপনিও তাদের মতই চিন্তা করবেন এবং একইরকম স্কিল গ্রো করে ফেলবেন।
ক্যরিয়ারে সফল হতে গেলে, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে খুঁজে নিতে হবে আপনার সেক্টরের সেই “Hot Coal” গুলোকে যারা ম্যাসিভ একশন টেকার, স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, যারা কাজের প্রতি ডেডিকেটেড এবং প্যাশনেট এবং নিজেদের টার্গেট সবসময় বড় রাখে। এবং তাদের সঙ্গে গড়ে তুলতে হবে নেটওয়ার্কিং, কারণ এই মানুষগুলোই আপনাকে সাবকনশাসলি পুশ করবে নিজের সবচেয়ে বেটার ভার্সন বের করে আনতে। অর্থাৎ সেই জ্বলন্ত কয়লার মত আপনাকেও জ্বলতে সহায়তা করবে।
এবার আবার নিজেকে প্রশ্ন করুন তো আপনি কোন ধরণের মানুষের আশেপাশে নিজেকে ঘিরে রেখেছেন?