Blog, Skill

ফ্যাক্টস্ এন্ড ফিগার্স কেন জরুরি

facts-and-figures

ফ্যাক্টস্ এন্ড ফিগার্স হলো সুনির্দিষ্ট বাস্তব ইনফরমেশন – তা টেক্সট আকারে হোক বা নাম্বার। এখানে কোনো আইডিয়া ও মতামত থাকে না। ঠিক যেমন উপস্থাপিত গ্রাফটি দেখছেন।

আপনি ছাত্র হোন বা শিক্ষক, ডাক্তার হোন বা ইঞ্জিনিয়ার, নিউজ রিপোর্টার কিংবা ব্লগার, ফ্যাক্টস্ এন্ড ফিগার্স আপনাকে উপস্থাপন করতে হবে। ভালো ম্যানেজার আর লীডারগণ যে যার ফিল্ডে ট্রেনিং, রিপোটিং, এ্যাডভাইজিং এবং রিসার্চিং-এ রেলেভেন্ট ফ্যাক্টস্ এন্ড ফিগার্স দেখান। প্রফেশনাল ট্রেইনারগণের জন্য ফ্যাক্টস্ এন্ড ফিগার্স দেখানোর অন্য কোনো বিকল্প নেই।

ফ্যাক্টস্ এন্ড ফিগার্স উপস্থাপনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক:

  • অনেকক্ষেত্রে ডেটা তুলনা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে খুবই সহায়ক।
  • ট্রেন্ড বোঝা যায়।
  • কতটুকু কখন বা কীসের ভিত্তিতে কোনকিছু হ্রাস-বৃদ্ধি পাচ্ছে।
  • গ্রাফ আঁকা যায় — যেটা উপলব্ধি ও অভিজ্ঞতা চাঙ্গা করে।
  • সার্বিক অবস্থা সহজে দৃশ্যমান হয়।
  • নিউজ, টিচিং, ট্রেনিং, এ্যানালাইযিং, রিসার্চ সহজ হয়।
  • ডিসিশন নেওয়া সহজ হয়। ..এবং আরো অনেক!

আজ থেকে নিজের লেখা, প্রেযেনটেশন, আলোচনা, ট্রেনিং ও রিসার্চ-ওয়ার্কে যথোপযুক্ত ফ্যাক্টস্ এন্ড ফিগার্স দেখাবেন কিন্তু!