Excel Revolution and Excel in Life
Join the Excel Revolution and Excel in Life. Let’s EXCEL your SKILLS!!
Excel নামটি শুনলেই আমাদের মাথায় প্রথম যা আসে তা হলো ক্যালকুলেশন! এক্সেল মানে কি কেবল ক্যালকুলেশন? যোগ – বিয়োগ – গুণ – ভাগের হিসাব? যদি আমরা গুগলে What is Advanced Excel লিখে সার্চ করি, তবে যে রেজাল্ট আমাদের সামনে আসে তা হলো : “ Advanced Excel is a feature and function of Microsoft Excel that allows users to perform complex calculations, data processing on large amounts of data, perform data analysis, and better representation of data. ”
প্রফেশনাল জগতে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অফিস টুলসগুলির একটি হল Microsoft Excel, যার সাথে পরিচিত নয় এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। এটি প্রতিদিনের কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন। বিশ্বে সম্ভবত এমন কোন কম্পিউটার নেই যাতে মাইক্রোসফট এক্সেল ইনস্টল করা হয়নি! বিশ্বব্যাপী ৭৫০ মিলিয়নেরও বেশি মানুষ তাদের প্রতিদিনের Data Presentation ও Analysis সহ বিভিন্ন কাজে MS Excel ব্যবহার করে। শিক্ষার্থী কিংবা চাকরিজীবী সবার জন্যই MS Excel একটি অতি প্রয়োজনীয় সফটওয়্যার। আমাদের যাবতীয় অফিসিয়াল কাজ যা আগে সাধারন মানুষের করতে দীর্ঘসময় লেগে যেত, Excel সেই কাজটাই খুবই কম সময়ের মধ্যে করে দিতে সক্ষম। কারণ, বিভিন্ন formula এবং function ব্যাবহার করে Data সংক্রান্ত এমন কিছু নেই যা Excel-এ করা যায় না।
অ্যাকডেমিক কিংবা প্রফেশনাল লাইফে মাইক্রোসফট এক্সেল- এর ফাংশন, ফর্মুলা, টিপস ও ট্রিকস শিখে নিলে সময় সাপেক্ষ কাজগুলো অনেকটা সহজে করা যায়। অফিসের নানা প্রজেক্ট কিংবা কাজের হাজারো হিসাব রাখতে এক্সেল হতে পারে সবচেয়ে সহজ সমাধান। এক্সেল প্রয়োজন হয়না এমন প্রতিষ্ঠান আজকের বিশ্বে কল্পনাই করা যায় না ! তাই একবার ভালো করে এক্সেল শিখে নিলে আপনি ক্যারিয়ারে এগিয়ে থাকবেন অনেকটাই। Excel স্কিল থাকার কারণে চাকরির বাজারে আপনার ভ্যালু বৃদ্ধি পাবে কয়েকগুণ! বিশেষ করে যেসকল ক্ষেত্রে Data Analysis, Financial Management কিংবা Project Management, Finance, Accountancy, Consultancy, Marketing কিংবা Operation এবং আরও অনেক ইন্ডাস্ট্রিতে এক্সেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই প্রেক্ষিতে বলা যায় এক্সেল দক্ষতা থাকা আপনাকে একজন চ্যালেঞ্জিং Job Candidate হিসেবে গড়ে তুলতে পারে এবং চাকরির বাজারে আপনাকে দিতে পারে Competitive Edge। আবার যারা ইতোমধ্যেই ব্যবসা করছেন অথবা যারা চাকুরী করছেন তাদের জন্যও এক্সেল একটি Effective Tools।
এসব চাহিদার কথা বিবেচনা করে এবিপি “ Professional Certificate in Microsoft Excel ” এর উপর একটি শর্টকোর্স অফার করছে। এই কোর্সটি করে আপনি নিজেকে আরো প্রোডাক্টিভ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন। স্প্রেডশিট তৈরি করে বেসিক ফরম্যাটিং, সর্টিং-এর পাশাপাশি Graph, Chart, Sparkines, VLOOKUP, Pivot Table, Pivot Chart, Macros and Developer Tools ইত্যাদি Advance ব্যবহার করে ডাটা সাজিয়ে সিদ্ধান্ত নেয়ার মতো স্কিল অর্জন করতে পারবেন এই কোর্স থেকে। তাই লক্ষ-কোটি অর্থহীন সংখ্যাকে নিমিষেই অর্থপূর্ণ করতে, মিনিটেই হিসাব-নিকাশ করতে, দৈনন্দিন কর্মজীবনকে সহজ এবং এক্সেল-এর খুঁটিনাটি শিখে নিজেকে চ্যালেঞ্জিং জব ক্যান্ডিডেট হিসেবে প্রেজেন্ট করতে আজই কোর্সটিতে এনরোল করে নিজেকে একধাপ এগিয়ে রাখুন।
কোর্সটি যাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে :
★ এক্সেল সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই কিন্তু এক্সেল শিখতে আগ্রহী
★ যারা এক্সেলের এডভান্স ফর্মুলা শিখতে আগ্রহী
★ যারা অফিসের কাজকে আরও সহজ, দ্রুত ও গোছালোভাবে করতে চায়
★ প্রফেশনাল এক্সেল ইউজার যারা এই সফটওয়্যারটির শর্টকাট এবং আরও গভীর ধারণা পেতে চায়
★ যারা ডাটা এনালাইসিস শিখতে চায় কিংবা যাদের প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়
★চাকরি প্রত্যাশি ও যারা সিভিতে ভ্যালু এড করতে চায়
★ নতুন স্কিল আয়ত্ত্ব করে যারা কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিতে চাচ্ছেন