How to make an Elevator Pitch
আপনার মিটিংগুলো প্রোডাক্টিভ হচ্ছে তো?
কখনও কি এমন হয়েছে যে কোনো ইভেন্ট বা ওয়ার্কশপ এ আপনার সেক্টরের এমন একজন সেরা রোল মডেল এর সাথে দেখা করার সুযোগ পেয়েছেন কিন্তু তার সঙ্গে গুছিয়ে কিছু বলে উঠতে পারেননি? অথবা ইন্টারভিউ দিতে গিয়ে নিজের নাম পরিচয়ের পরে আর বলার মত কিছু খুঁজে পাননি?
আসুন আজ পরিচিত হয়ে নিই এমন একটি Strategy এর সাথে যেটি ব্যবহার করে আপনি যেকোন জায়গায় নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারবেন।
একটি Elevator Ride এর স্থায়িত্বকাল সাধারণত ২০-৩০ সেকেন্ড হয়ে থাকে আর ঠিক এরকম সময়ই আপনি পাবেন আপনার সামনে থাকা Recruiter বা Industry Leader কে impress করে তার মনে আপনার পরিচয় টি বিশেষভাবে মনে রাখার মত কিছু বলতে যাকে “Elevator Pitch” বলা হয়ে থাকে।
Pitch টি তৈরি করার সময় আপনাকে 4 টি বিষয়ের ওপর Focus করতে হবেঃ
1. Describe who you are
2. Define what you do
3. Describe your Unique Selling Proposition
4. State your goal
মনে রাখতে হবে, আপনার Pitch টি যার সামনে উপস্থাপন করবেন তার কাজের সঙ্গে যেন Relevant এবং On Point হয়। এর সঙ্গে যুক্ত কর দিতে পারেন আপনাকে মনে রাখার মত খুবই Strong একটি কারণ।
নিজের Elevator Pitch টি তৈরি করতে খাতা-কলম নিয়ে বসে পড়ুন আর Revise করুন। অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে ফেলুন।প্রতিবার নিজের পরিবার বা বন্ধুদের সামনে Practice করতে করতে আপনিও নিজের জন্য Perfect একটি Elevator Pitch তৈরি করে ফেলতে পারবেন। কমেন্টবক্সে লিখেও শেয়ার করতে পারেন আপনার Unique Elevator Pitch টি।
Competitive Market এ এই একটি স্টেপ আপনাকে নিয়ে তুলে নিয়ে যাবে লক্ষ্যের অনেক কাছে