করোনা ভাইরাস ও বিবেক
করোনা ভাইরাস। বিশ্ব তথা দেশের পরিস্থিতি আশঙ্কাজনক। অর্থনৈতিকভাবে অনেকে ভাল করছে। অনেকের অবস্থা মন্দা। তবে মানসিকভাবে ভাল নেই কেউই। ব্যাপারটা যদি ক্যানসার হতো তাহলেও সবার মনের অবস্থা এতটা খারাপ হতো না হয়তো। মনে সবার একই ভয়। পরবর্তী শিকার কে? আমি বা পরিবারের কেউ, নাকি কোন প্রতিবেশি!!!!হাঁটতে হাঁটতে কথাগুলো ভাবছিল কায়সার। রাস্তায় লোকজন কম। মোড়ে এসে দেখল অনেকগুলো রিক্সা তীর্থের কাকের মতো বসে আছে। স্বাভাবিক সময় রিক্সার তুলনায় মানুষ অনেক বেশি থাকে। রিক্সাওয়ালারা সে সুযোগ টা নেয় (হয়তো সকলে নয়)। দ্বিগুন ভাড়ায় তখন যেতে হয় গন্তব্যে।
দেশের কালচার টাই কেন যে এমন। একজন আরেকজনকে জিম্মি করে সুবিধা আদায় করতে চায় (সকলে নয় হয়তো)। এইতো মাস্ক নিয়ে কত কিছু। ১০ টাকার মাস্ক ১০০ টাকা। খবরে এসেছে, কেউ একজন আবার হাজার টাকায় বিক্রি করে জরিমানাও দিয়েছে।
গ্রামে, কায়সারের এক আত্মীয়ের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান রয়েছে। সেদিন কে নাকি দোকান থেকে প্রায় ৪৫,০০০ টাকার বাজার করেছে। দোকানী তো বুঝতেই পারেনি। পরে খুব আফসোস করেছে সে। অনেক ক্রেতা দোকানে এসে ফিরে গেছে খালি হাতে। পাইকারি বাজারেও পণ্যের ঘাটতি। এত পণ্য গেল কই?এই অদৃশ্য বিবেক আর করোনা থেকে বাঁচার চেষ্টা করি। যদি অপরের সাহায্যে না আসতে পারি, বিপদের কারন না হই।